ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে ২২ ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। রবিবার সকালে উড়োজাহাজ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির।
জানা গেছে, রবিবার সকাল ৮টার কিছু সময় পর ঢাকা থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ শাহ আমানতে নামে।
ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে শনিবার উপকূলীয় বিভিন্ন জেলায় মোট ২৬ জনের মৃত্যু হয়। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে শনিবার সকাল থেকে শাহ আমানত বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
ওইদিন দুপুরে রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করে বিকাল নাগাদ বাংলাদেশ পেরিয়ে যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ