দশ বছর আগে গাজীপুরের টঙ্গীর এরশাদনগরে ব্যবসায়ী মোকছেদ আলী সেন্টু হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহি ভূঁইয়া এ রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- টঙ্গীর এরশাদনগর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল ওরফে টাইগার রুবেল (৩৫), একই এলাকার আবদুল রউফের ছেলে বাবু (৩২) ও কালু মিয়ার ছেলে আশরাফ আলী (৩০) এবং টঙ্গীর আউচপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ছলেমান (৩১)। তারা সবাই পলাতক রয়েছেন।
আদালত দু’টি ধারায় রায় দেন। এর মধ্যে ৩০২ ধারায় হত্যার দায়ে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা এবং ৩৮৫ ধারায় চাঁদা দাবির ঘটনায় প্রত্যেককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল জানান, চাঁদার দাবিতে ২০০৬ সালের ২৭ জানুয়ারি রাত সোয়া দশটার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকার বাড়ির পাশেই মোহাম্মদ আলীর ছেলে মোকছেদ আলী সেন্টুকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন।
বিডি-প্রতিদিন/২২ মে, ২০১৬/মাহবুব