পাঁচ দফা দাবিতে সপ্তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এদিকে তাদের আন্দোলনে যোগ দিতে সারাদেশ থেকে শিক্ষার্থীরা ঢাকায় আসতে শুরু করেছেন। আজ রবিবার সন্ধ্যায় আন্দোলনে যোগ দিতে নোয়াখালী ও ফরিদপুর থেকে শিক্ষার্থীরা আসছেন বলে জানিয়েছেন সদস্য সচিব মুরাদ হোসেন।
ম্যাটস শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন কমিটির সদস্য মো. রাজিব বিল্লা হৃদয় বলেন, ‘ইতোমধ্যে আমরা যেসব কর্মসূচি ঘোষণা করেছিলাম, তা দেশব্যাপী পালন করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে। পাশাপাশি সকল কর্মস্থলের সামনে ব্যানার টাঙ্গিয়ে রাখা হয়েছে।’
আন্দোলন কমিটি সূত্র থেকে জানা যায়, ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন প্রাক্তন শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, বিএনএফ প্রেসিডেন্ট নাজমুল হুদা ও ছাত্র ইউনিয়ন।
গত ১৬ মে থেকে ম্যাটস শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ