গাজীপুর মহানগরের সালনা এলাকায় সড়ক দুর্ঘটনায় মানসিক প্রতিবন্ধী এক নারীর (২০) মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, আজ ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত একটি মোটরযান প্রতিবন্ধী নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/২৩ মে ২০১৬/শরীফ