চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মো. রফিক আহমেদ (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১২টার দিকে পবিত্র শবে বরাতের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে রফিক আহমেদকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে। এ অবস্থায় বাড়ি ফেরার পর তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সাতকানিয়া সার্কেলের এএসপি এমরান ভূঁইয়া বলেন, ‘এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-০৭