রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় মাজেদা বেগম (৪৫) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি মধ্য বাড্ডার আলাতুন্নেছা স্কুলের পাশের একটি বাসায় মারা যান।
মৃতের ভাতিজা নাজমুল জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসা থেকে জানানো হয় মাজেদা বৈদ্যুতিক শকে আহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
তবে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন কিংবা ইলেক্ট্রিক শকের কোনো নমুনা মেলেনি বলে জানান ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
বিডি-প্রতিদিন/২৩ মে, ২০১৬/মাহবুব