রাজধানীর সবুজবাগে কাভার্ড ভ্যানের চাপায় বিকাশ চন্দ্র ঘোষ নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
আজ ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বৌদ্ধমন্দির ক্রসিংয়ের সামনে দুর্ঘটনার শিকার হন বিকাশ। পরে তাকে ঢামেকে ভর্তি করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় ভোররাত ৪টার দিকে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল ফকির মণ্ডল বলেন, বিকাশের লাশের ময়নাতদন্ত ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে সম্পন্ন হয়েছে। চালক পালিয়ে গেছে। কাভার্ড ভ্যানটি পুলিশ আটক করেছে।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-০৯