বরিশালের বাবুগঞ্জ উপজেলার পশ্চিম রহমতপুর গ্রামে পুকুর খননের সময় কষ্টি পাথরের একটি মূর্তি পাওয়া গেছে। ওই গ্রামের আব্দুল কাদের হাওলাদার তার বাড়ির পুকুর খননকালে পাওয়া মূর্তিটি লুকিয়ে রাখলেও গত রবিবার রাতে সেটি উদ্ধার করে নগরীর বিমানবন্দর থানা পুলিশ।
বিমানবন্দর থানার ওসি রেজাউল ইসলাম জানান, কয়েক দিন আগে পুকুর খননকালে পাওয়া ২ কেজি ৮০০ গ্রাম ওজনের মূর্তিটি আব্দুল কাদের লুকিয়ে রেখেছিলো। খবর পেয়ে তার কাছ থেকে মূর্তিটি পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। এখন মূর্তিটি বরিশাল জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-১৬