সিলেটে ধর্ষণের পর এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার রাতে কিশোরীর বাবা থানায় একটি ধর্ষণ মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কিশোরীর বাবা অভিযোগ করেন, তার মেয়েকে বালুচর জোনাকী আবাসিক এলাকার সিএনজি অটোরিকশা চালক আল আমিন প্রায়ই উত্ত্যক্ত করত। গত ৫ মে তার মেয়েকে ফুসলিয়ে পার্শ্ববর্তী দলদলি চা বাগানে নিয়ে ধর্ষণ করে আল আমিন। হাসপাতালে মেয়ের চিকিৎসা শেষে গত ১৯ মে তিনি ধর্ষক আল আমিন ও তার সহযোগী মানিক মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এরপর থেকে আল আমিন মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি দেখাতে থাকে। গত রবিবার রাত ৮টার দিকে তার মেয়ে বাসায় একা ছিল। এ সুযোগে আল আমিন ও তার সহযোগী মানিক মিয়া ঘরে ঢুকে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী জানান, ধর্ষনের ঘটনায় থানায় মামলা ও অপহরণের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। কিশোরীটি অপহৃত হয়েছে না প্রেমের টানে ঘর ছেড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-১৭