চট্টগ্রাম নগরীতে অভিযানা চালিয়ে তিনটি পিস্তল এবং ছয়টি ম্যাগজিনসহ দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন- মো. আলাউদ্দিন এবং মো. ইলিয়াছ।
রবিবার সকালে চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবিহীন বাসটিতে তল্লাশি চালানো হয়। এসময় ওই বাস থেকে তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন