লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বর্তমানে দেশের মানুষের মনে শান্তি নাই, স্বস্তি নাই, যাওয়ার কোনো জায়গা নাই। শুধু পকেটে কিছু টাকা আর পেটে ভাত থাকলে হয় না, প্রয়োজন মানসিক শান্তি এবং দেশে শাস্তি। এক কথায় বলতে গেলে সব সমস্যার সমাধান হলো রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ। প্রতিশোধ ও প্রতিহিংসা পরিহার করে, প্রতিশোধের রাজনীতি-আচরণ বন্ধ করে, বর্তমান অস্বস্থিকর অবস্থা থেকে পরিত্রাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
তিনি আজ সোমবার সকালে গণতান্ত্রিক মহিলা দলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার মহাখালীর বাসভবনে এক আলোচনা সভায় একথা বলেন। গণতান্ত্রিক মহিলা দলের সভাপতি অধ্যাপক কারিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলডিপির যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ, তমিজ উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক, প্রচার সম্পাদক বেলাল মিয়াজি, তথ্য ও গবেষনা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক মহিলা দলের সি: সহ সভাপতি অধ্যাপক তপতি রানী কর, যুগ্ম সা: সম্পাদক কেয়া, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহফুজা শিরিন, সাংগঠনিক সম্পাদক নিলা, দপ্তর সম্পাদক অধ্যাপক লিমা আকতার, যুব মহিলাবিষয়ক সম্পাদক আনোয়ারা প্রমূখ।
কর্নেল অলি আরো বলেন, দেশে আজ চরম অরাজকতা বিরাজ করছে, যত্রতত্র প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চলছে, গোলাগুলি, গুম, গুপ্তহত্যা, সরকারি জমি দখল, ফুটপাত দখল নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
তিনি বলেন, এ ধরণের অবস্থা দেখার জন্য বা জীবন যাপন করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। আমাদের সবার উচিত দেশের মানুষকে সাথে নিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রকে সুসংহত করা, সুশাসন নিশ্চিত করা। দেশকে এবং ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। মনে রাখতে হবে, উন্নয়নমূলক কর্মকাণ্ড কখনও ‘গণতন্ত্র ও সুশাসনের’ বিকল্প নয়।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন