তুরস্ক সফর বাতিল করে ঘূর্ণিঝড় রোয়ানুর তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
রবিবার বিকালে রোয়ানু ঝড়ে চট্টগ্রামে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় যান ত্রাণমন্ত্রী। এর আগে তিনি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে ক্ষয়ক্ষতির বিষয়ে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালিসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন মায়া চৌধুরী। পরিদর্শন শেষে বিকালে তিনি কক্সবাজারে উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন।
মঙ্গলবার তিনি জেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন ও দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করবেন। এদিন বিকালে ঢাকায় ফিরে পরের দিন বুধবার সকালে তিনি ভোলার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। সকাল ১১টায় জেলার তজুমদ্দিন উপজেলায় হেলীপ্যাডে অবতরণ করবেন। এরপর ঘূর্ণিঝড় দুর্গত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন।
রবিবার সকাল ৬টায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা ছিল। তুরস্কে ওয়ার্ল্ট হিউম্যানিটেরিয়াম সামিটে গুরুত্বপূর্ণ বিষয়ে ভাষণ দেয়ার কথা ছিল তার। কিন্তু ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তিনি তুরস্ক সফর বাতিল করেন।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন