কুষ্টিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানোয়ার রহমানকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে হোমিওপ্যাথিক চিকিৎসক সমিতি এই মানববন্ধনের আয়োজন করে।
সমিতির জেলা সভাপতি ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. এইচএম ইমরুল হাসান, একেএম সালাহউদ্দিন ও সাইদুর রহমান তন্ময় প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে একজন চিকিৎসককে কুপিয়ে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যাক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/২৪ মে, ২০১৬/মাহবুব