আশুলিয়ায় অটোচালক স্বামীর হাতে মৌসুমী নামে এক গৃহবধূ খুন হয়েছে। এ ঘটনার পর স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন।
সোমবার রাত পৌনে ১১টার দিকে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মৌসুমি নওগাঁ জেলার মান্দা থানার বইলশিং গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তিনি আশুলিয়ার দূর্গাপুর এলাকার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মৌসুমী তার মায়ের সঙ্গে স্থানীয় একটি বাজারে যাচ্ছিল। সে সময় সাদ্দাম হোসেন পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৌসুমীর মারা যান।
পারিবারিক কলকের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডি-প্রতিদিন/ ০৭ জুন ১৬/ সালাহ উদ্দীন