সিলেট নগরীর টিলাগড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত ও তাদের মেয়ে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে টিলাগড় শাহমদনী ঈদগাহের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- স্কলার্সহোম স্কুল এন্ড কলেজ শাহীঈদগাহ শাখার প্রশাসনিক কর্মকর্তা অরজিত রায় ও তার স্ত্রী দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাস। তাদের বাসা খাদিমপাড়া ইউনিয়নের শাহপরাণ নিপোবন আবাসিক এলাকায়।
জানা যায়, বাসা থেকে সিএনজি অটোরিকশাযোগে স্ত্রী ও মেয়েকে নিয়ে শাহীঈদগাহস্থ স্কলার্সহোম স্কুলের উদ্দেশ্যে আসছিলেন অরজিত রায়। টিলাগড়স্থ শাহ মদনী শাহীঈদগাহ এর সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অরজিত রায়। আশঙ্কাজনক অবস্থায় সুমিতা দাসকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সি।
বিডি-প্রতিদিন/ ০৭ জুন ১৬/ সালাহ উদ্দীন