রাজধানীর পল্লবীর কালশীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দু'জন জেএমবি সদস্যের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ড এবং অন্যজন বগুড়া শিয়া মসজিদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম এ দাবি করেন।
এর আগে, মঙ্গলবার ভোরে রাজধানীর পল্লবীর কালশী এলাকায় ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) ও সিটি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তারেক হোসেন ওরফে মিলু (৩২) ও সুলতান মাহামুদ ওরফে কামাল (৪৫) নামের দুইজন নিহত হয়েছেন।
মনিরুল ইসলাম বলেন, নিহত তারেক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করেছে। সরাসরি ওই ঘটনার নেতৃত্বেও ছিলেন তারেক। সুলতান মাহমুদ ওরফে কামাল বগুড়া শিয়া মসজিদে গুলি চালিয়ে একজনকে হত্যা করেছিল।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৬/মাহবুব