দীর্ঘ ১০ মাস পর জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতারকৃত সেই ব্যারিষ্টার শাকিলা ফারজানা জামিন পেয়েছেন। ব্যারিস্টার ফারজানা বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন জেলার মাহবুবুল আলম।
শাকিলার আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার বলেন, দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়। দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এর জবাব দিতে বলা হয়। ওই রুলের ওপর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত ২২ ফেব্রুয়ারি আদেশের দিন ধার্য রাখেন। ধার্য দিনে শাকিলাকে জামিন দেন আদালত।
জানা যায়, শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি আট লাখ টাকা দেওয়ার অভিযোগে ২০১৫ সালের ১৮ আগস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেফতার করে র্যাব। এর মধ্যে লিটন সুপ্রিম কোর্টে ও মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত। পরে বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ