বড় অংকের শুল্ক ফাঁকির অভিযোগে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি পাজেরো গাড়ি আটক করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে কারনেট সুবিধায় আমদানিকৃত ওই গাড়িটি আটক করেন।
চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক শামিমুর রহমান বিলাসবহুল গাড়ি আটকের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বড় অংকের শুল্ক ফাঁকির অভিযোগে মিতশুবিশি ব্র্যান্ডের আড়াই কোটি টাকা মূল্যের ওই পাজেরো গাড়িটি আটক করা হয়েছে। গাড়িটির মালিক বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ