ক্ষমতাসীন সরকারকে অবৈধ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র না থাকার কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রামকৃঞ্চ মিশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি আরও বলেন, 'বিরোধী দলের ওপর মিথ্যা দোষ না দিয়ে এ সমস্য থেকে সমাধানের জন্য জাতীয় ঐক্য প্রয়োজন। আর একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনলে সব সমস্যার সমাধান হবে।’
খন্দকার মোশাররফ বলেন, ‘রামকৃঞ্চ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকিতে সারা দেশের জনগণও উদ্বিগ্ন। জঙ্গি ও সন্ত্রাসীগোষ্ঠী কিছু লোককে টার্গেট করে হত্যা করছে। সরকার বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জঙ্গিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা একের পর এক মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার কোনো তদন্ত না করেই বিরোধী দলের ওপর দোষ দিচ্ছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড প্রমুখ।
বিডি-প্রতিদিন/২১ জুন, ২০১৬/মাহবুব