বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত আনসার আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
নিহত আনসার আলী বেগ ঝালকাঠি জেলার রাজপাশা গ্রামের মৃত আফসার আলী বেগের ছেলে।
আবুল কালাম জানান, আনসার আলী বেগ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর রাতে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৩ জুন, ২০১৬/মাহবুব