বরিশাল সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদারের ভাতিজাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে নগরীর বিবির পুকুরের দক্ষিণপাড় পাবলিক স্কয়ারের মধ্যে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
আহত মতিউর রহমান তোহা সিকদার মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিগ্রী এলাকার বাসিন্দা রাজ্জাক সিকদারের ছেলে এবং বরিশাল ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ছাত্র। রাজ্জাক সিকদার সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলতাফ মাহামুদ সিকদারের ছোট ভাই।
আলতাফ মাহামুদ সিকদার জানান, মায়ের চিকিৎসার জন্য মঙ্গলবার মুলাদী থেকে বরিশালে আসে তোহা। বুধবার সন্ধ্যায় সে বন্ধুদের সাথে নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাড়ে আড্ডা দিচ্ছিলো। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তোহাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কোতয়ালী মডেল থানার ওসি মো. আওলাদ হোসেন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ