রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী এলাকায় পিকআপের ধাক্কায় পলাশ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ জুলাই) রাতে ওই এলাকার কলনি বাজারের রেজিস্ট্রার অফিসের পেছনে এই দুর্ঘটনা ঘটে।
প্রথমে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টায় পলাশ মারা যায়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী সুরুজ মিয়া বলেন, পিকআপের ধাক্কায় পলাশ গুরুতর আহত হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তার।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ এখন মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ