রাজধানীর এলিফ্যান্ট রোডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক নারীর (২৯) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একটি মোটরসাইকেল ওই নারীকে চাপা দিলে তার মৃত্যু হয়।
আবুল কালাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ওই নারী এলিফ্যান্ট রোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/শরীফ