গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (২৬) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরণে খয়েরি রংয়ের প্রিন্টের সেলোয়ার-কামিজ রয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই এলাকায় বর্ষা সিনেমা হলের পেছনের একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন।
তিনি জানান, দুই/তিন মাস আগে এক যুবক চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের পেছনে একটি বাড়ির ছয় তলায় একটি কক্ষ ভাড়া নেয়। সোমবার রাতে ভাড়াটিয়া ওই যুবক এক নারী ও এক যুবককে তার কক্ষে নিয়ে আসে। পরের দিন সকালে ওই কক্ষের বাইরে দরজায় তালা লাগিয়ে বেরিয়ে যায়। বৃহস্পতিবার সকালে কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা পুলিশকে জানায়। পরে পুলিশ বেলা ১১টার দিকে কক্ষের তালা ভেঙে ওই নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব