ইয়াবাসহ আটক সুমন সাহা (২৫) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এ রায় দিয়েছেন। এ সময় আসামি সুমন সাহা আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী।
আদালত সূত্রে জানা গেছে, নগরীর জামালখান বাই লেইনের ২৬ নম্বর বাড়ির তৃতীয় তলায় সুমনের বাসায় ২০০৯ সালের ১৫ জুলাই অভিযান চালিয়ে তাকে ৬০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতয়ালি থানা পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানার এস আই আব্দুল হালিম বাদি হয়ে সুমনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১০ সালের ১৫ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন