চট্টগ্রামে নিখোঁজ হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জুনায়েদ হোসেন আকিব (২৫) ও তার গাড়িচালক মোস্তফা (৩০) ফিরে আসলেন। বৃহস্পতিবার ভোরে আকিব ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এক আত্মীয়ের বাসায় গিয়ে উপস্থিত হয়। তাছাড়া গাড়িচালক মোস্তফাও আজ ভোরে চট্টগ্রাম নগরীর কুসুমবাগে আকিবের বাসায় ফেরত আসেন।
নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) কামরুজ্জামান বলেন, আমরা আকিব ও মোস্তফার খোঁজ করছিলাম। গত রাতে তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হলেও তারা ভোরে ফিরে আসেন। তবে ‘তারা কোথায় গিয়েছিল, তাদের কেউ অপহরণ করেছিল কিনা’ এসব কিছু জিজ্ঞাসাবাদে জানা যাবে। আকিবকে চট্টগ্রামে এনে আমাদের হেফাজতে নেওয়া হবে এবং মোস্তফাকেও আমাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
আকিবের ভগ্নিপতি এস এম আবুল মঞ্জুর বলেন, গতকাল বুধবার রাত ২টার দিকে নগর পুলিশের সহকারি কমিশনার (পাঁচলাইশ জোন) জাহাঙ্গীর আলম ফোনে আমাকে বলেন আকিবকে ফোন করতে। আমি দুই দফা ফোন দিলেও আকিব রিসিভ করেননি। তবে তৃতীয়বার ফোন রিসিভ করেন। আকিব আমাকে জানায়, তাকে চোখ বেঁধে কেউ ফেলে গেছে। সে অন্ধকার রাস্তায় হাঁটছে। আশপাশে কিছুই দেখতে পাচ্ছে না। এসময় আমি খুলশি থানায় যোগাযোগ করি। তারা প্রথমে নারায়ণগঞ্জ সেন্টারের কাছাকাছি তার অবস্থান শনাক্ত করে। এরপর ভোরে পুলিশ বসুন্ধরা কনভেনশন সেন্টারের পাশে তার অবস্থান জানতে পারে। এর ঘণ্টাখানেক পর আকিব নিজেই বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে আমাদের এক আত্মীয়ের বাসায় যায়। প্রায় একই সময়ে চালক মোস্তফাও আকিবের চট্টগ্রামের বাসায় গিয়ে উপস্থিত হন।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে নিজের প্রাইভেট কারে বন্ধু রাব্বিকে নিয়ে বের হন আকিব। বিকাল ৩টার দিকে ওয়াসা মোড়ে রাব্বিকে নামিয়ে দেয়া হয়। এরপর থেকে আকিব ও গাড়ি চালক নিখোঁজ হন। এ ঘটনায় আকিবের ভগ্নিপতি এস এম আবুল মঞ্জুর সোমবার রাতে খুলশি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। আকিবের বাসা নগরীর খুলশি থানার কুসুমবাগ আবাসিক এলাকায়। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেন। পরে বাবার মৃত্যু হলে চট্টগ্রাম ফিরে আসেন আকিব।
বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট, ২০১৬/ আফরোজ