চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস থেকে পেশাদার ডাকাত মো. ইদু প্রকাশ হাতকাটা ইদুকে (৪২) ও তার সহযোগী মো. রাব্বিকে (২২) গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় একনলা বন্দুক, ৪টি কার্তুজ, ১টি ধারালো ছোরা, ১টি ধারালো কিরিচ ও ১টি রামদা উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, ইদু পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার নামে ছিনতাই-ডাকাতিসহ ১১টি মামলা আছে। বিভিন্ন পেশাদার ডাকাতদের নিয়ে তার একটি বাহিনী রয়েছে। এ বাহিনীর সর্দার ইদু। এদের সঙ্গে নিয়ে সে বিভিন্ন অপরাধ কাজ করে বেড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট, ২০১৬/ আফরোজ