চট্টগ্রাম মহানগরীর বায়েজিদের নেক্সাস শিল্প এলাকায় চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা রীফ লেদারকে পরিবেশ দূষণের দায়ে ১০ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত শুনানি শেষে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বলেন, পরিবেশ অধিদপ্তরের একটি টিম বায়েজিদের নেক্সাস শিল্প এলাকায় অবস্থিত এ কারখানায় অভিযান চালায়। অভিযানে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণের ফলে সৃষ্ট তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে অবমুক্ত করতে দেখা যায়। এভাবে পরিবেশ দূষণের কারণে কারখানা কর্তৃপক্ষকে শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া হয়। শুনানি শেষে কারখানাটিকে ১০ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট, ২০১৬/ আফরোজ