রাজধানীর কলাবাগান থানা এলাকার শুক্রাবাদ থেকে জঙ্গি সন্দেহে নয় যুবকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার আটকের ব্যাপারটি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, ‘শুক্রাবাদের বিভিন্ন বাসা-বাড়ি ও মেসে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের কলাবাগান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে, জঙ্গি আস্তানার খোঁজে রাজধানীর মোহাম্মদপুরে তল্লাশি অভিযান (ব্লক রেড) চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে এ অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহিদুজ্জামান।
তিনি জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের কাটাশুর এলাকার বিভিন্ন বাসা, মেস ও মাদরাসায় অভিযান চালানো হচ্ছে। অভিযানের পর বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন