চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার শাহ মদিনা লবণ কারখানার শ্রমিক মো. মোরশেদ (২৭) বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। মোরশেদ উপজেলার পশ্চিম শাকপুরা আশু মাঝির বাড়ি এলাকার চান মিয়ার ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে মোরশেদ সবার বড়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক পীযূষ চন্দ্র সিংহ বলেন, মোরশেদ বিদ্যুৎস্পৃষ্ট হলে অন্য শ্রমিকেরা পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন