রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের দক্ষিণ পাশের বনরূপা রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। জামালপুর থেকে ঢাকায় এই ট্রেন আসছিল।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার নাম জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/ ০৪ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন