অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করায় রাজধানীর পল্লবী থেকে ৪৪ নেপালিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গোপন সংবাদে শুক্রবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে ৪৪ নেপালি নাগরিককে পল্লবীর ডিওএইচএসের ৭ নং সড়কের ১০৬০ নং বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে তাদের ওই বাসাতেই রাখা হয়েছে।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির জানান, গত মে মাসে তারা ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। গত ১৭ জুন তাদের সবার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এরপরেও তারা ভিসার মেয়াদ না বাড়িয়ে অবৈধভাবে বাংলাদেশ অবস্থান করছিলেন।
তারা এখানে ট্যুরিস্ট ভিসায় আসলেও মূল উদ্দেশ্য ছিল কাজ নেওয়া। কিন্তু সেভাবে কোনো কাজও তারা পাননি।
ওসি বলেন, আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তাদের পুশব্যাকও করা হতে পারে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ