এগার বছর আগে দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা মামলার প্রধান আসামি আবদুর রহমান মাসুদের বাবা ও মাকে সাভারের আশুলিয়া থেকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর একটার দিকে আশুলিয়ার টোঙ্গাবাড়ী এলাকা থেকে নিজেদের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মাসুদের বাবার নাম আবদুল মালেক, আর মায়ের নাম মমতাজ বেগম। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
আশুলিয়া থানা পুলিশ সূত্র জানায়, মাসুদ ২০০৫ সালে দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার প্রধান আসামি। জানা গেছে, ২০১৫ সালের ৫ জুলাই সিরিয়া গিয়ে আর ফেরেননি তিনি। এতে মনে করা হচ্ছে, তিনি সেখানে আইএসের সঙ্গে যুক্ত হয়েছেন। এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে টোঙ্গাবাড়ী এলাকা থেকে মাসুদের বাবা-মাকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব