চট্টগ্রাম শহরের একটি মার্কেটে নিজের দোকানে শাহজালাল ফরহাদ (২২) নামের ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রবিবার নগরীর নিউমার্কেট মোড়ের জলসা মার্কেটের ৩তলার একটি দোকান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমদ।
নিহত শাহজালাল ফরহাদ ফেনী জেলার ফুলগাজী উপজেলার সালেহ আহমদ পাটোয়ারীর ছেলে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মিতশ্রী বড়ুয়া বলেন, “লাশটি ফোলা ছিল এবং তাতে পচন ধরেছে। অন্তত দুদিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরের ওপরের অংশ প্লাস্টিক ও নিচের অংশ চটের বস্তায় মোড়ানো ছিল। মাথার পেছনের অংশ থেতলানো এবং শরীরের কয়েকটি অংশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে।”
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৬/মাহবুব