রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত নগরীর চার থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও ডিবি পুলিশ তাদেরকে গ্রেফতার করে। অভিযানে ৬৮ পিস ইয়াবা, পাঁচ গ্রাম হেরোইন, ১০ লিটার চোলাই মদ ও ২৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানা ১৭ জন, রাজপাড়া থানা ১২ জন, মতিহার থানা ১১ জন, শাহমখদুম থানা তিনজন ও মহানগর ডিবি পুলিশ একজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামী, সাতজন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী এবং তিনজন জামায়াত-শিবিরের কর্মী।
গ্রেফতার জামায়াত-শিবিরের কর্মীরা হলেন: নগরীর সুচরণ এলাকার রবিউল ইসলাম (৪৬), বিশুর মোড় এলাকার আবু বক্কর (৪৫) ও বালিয়া এলাকার আল-আমিন (২২)। রবিবার দুপুরেই গ্রেফতার সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ আগস্ট, ২০১৬/ আফরোজ