স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি। শনিবার গভীর রাতে নগরীর ইপিজেড এলাকার কাজির গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল লালমনিরহাট জেলার আদিতমারি এলাকার আলী হোসেনের ছেলে।
ইপিজেড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পরিবারিক বিষয় নিয়ে শনিবার রাতে স্ত্রীর সাথে ঝগড়া হয় আশরাফুলের। এতে অভিমান করে রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৭ আগস্ট, ২০১৬/ আফরোজ