ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ডেঙ্গু ছড়িয়ে পড়া বন্ধে বাড়ির আশেপাশে যেন পানি জমতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। একই সাথে বাড়ির আঙিনা, ফুলের টব, ভাঙা অব্যবহৃত পাত্র, এসিতে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসতে হবে।
সাঈদ খোকন আজ রবিবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত সপ্তাহব্যাপী মশক নিধনের ক্রাশ প্রোগ্রাম এবং ডেঙ্গু বিষয়ে নগরবাসীকে সচেতন করে তোলার অংশ হিসেবে জনসচেতনমূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই আহবান জানান।
দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, জন সম্পৃক্ততা ছাড়া ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব না। ডেঙ্গু যেন মহামারি আকার ধারণ না করে তাই এলাকাবাসীকে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজ এলাকায় মশক নিধক কর্মীদের দেখা না গেলে (৯৫৫৬০১৪) নম্বরে ফোন করে অভিযোগ দিবেন।
সাঈদ খোকন বলেন, নগরবাসী সম্পৃক্ত না হলে কর্পোরেশনের একার পক্ষে এসব কাজে সফলতা অর্জন সম্ভব নয়। পরে মেয়র বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন স্বপন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জে. ডা. মো. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ