জঙ্গি আস্তানার জন্য আলোচিত রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভীন ও তার ছেলেসহ পাঁচজনকে দুই দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম এ আদেশ দেন। আসামিরা হলেন, বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম এবং তার সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, ২ আগস্ট পুলিশের কাজে বাধা ও তথ্য গোপনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ আসামিকে গ্রেফতার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে নিয়মানুযায়ী রবিবার শুনানীর জন্য দিন ধার্য করেন আদালত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ