অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত মো. রাশেদ প্রকাশ রাসু (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। রবিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় তাকে নগরীর আতুরার ডিপো এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
রাশেদ নগরীর বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম হাজীপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, সাত বছর ধরে পলাতক রাশেদকে পরোয়ানামূলে আমরা অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল রাশেদ। ২০০৯ সালের জানুয়ারিতে তার দশ বছরের সাজা হয়। জামিনে থাকা রাশেদ এ সময় পলাতক হয়ে যান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ