ঢাকার অদূরে সাভার বাজার বাসস্ট্যান্ডে রাত্রীকালীন শিফটের কাজ শেষে বাসায় ফেরার পথে এক পোশাক শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কিশোরী রবিবার রাতে বাদী হয়ে ৩ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
পরে সোমবার ওই পোশাক শ্রমিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, পোশাক শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে উজ্জল ও তার বন্ধু মিন্টু কথা বলার নাম করে বালুরমাঠে নিয়ে ধর্ষণ করে। পরে তারা ওই নারীর হাত-পা বেধেঁ এলাকার পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে নিয়ে যায়। সেখানে অজ্ঞাত আরও একজন তাকে ধর্ষণ করে। এরপর তারা কিশোরীর সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মামুন মাহামুদ বলেন, রবিবার ওই ছাত্রী থানায় এসে পুলিশকে ঘটনা জানালে পুলিশ প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এরপর রাতেই ওই পোশাক শ্রমিক মামলাটি নথিভুক্ত করা হয়। তবে মামলার পর বিভিন্ন এলাকা অভিযান চালালেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিডি-প্রতিদিন/০৮ আগস্ট, ২০১৬/মাহবুব