সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্রলীগের হামলায় ব্যবসায়ী করিম বক্স মামুন হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর সকল বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা জিন্দাবাজার পয়েন্টে অবস্থান ধর্মঘট পালন করেন। এসময় তারা ব্যবসায়ী মামুন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
গত মঙ্গলবার বিকেলে জেলা ছাত্রলীগের সহ সভাপতি এম. সুলেমান হোসেন চৌধুরীর নেতৃত্বে একদল সন্ত্রাসী জিন্দাবাজার এ্যালিগেন্ট শপিং সিটির ব্যবসায়ী মামুনকে ছুরিকাঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মামুন। এর প্রতিবাদে বুধবার ব্যবসায়ীরা রাজপথে নেমে আসেন। তারা মামুনের হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসনকে ২৪ ঘন্টা সময় বেধে দেন।
এদিকে, হত্যাকান্ডের ঘটনার পর সুলেমান হোসেন চৌধুরীকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হত্যাকান্ডের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে হত্যাকান্ডের সাথে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে দাবি করেছেন কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন