চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পরাজিত অপশক্তি এখনো ঐক্যবদ্ধ। তারা ১৯৭৫ ও ২০০৪ সালের মতো আবারো আঘাত হানতে পারে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এক থাকতে হবে। আগুন সন্ত্রাসী, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। কারণ এসব অশুভ শক্তি একসূত্রেই গাঁথা। দেশকে অকার্যকর করতে এ হীন শক্তি প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকেরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরী, খোরশেদ আলম সুজন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।
বক্তব্য রাখেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ, আবদুর রহমান মিয়া, শাহাবুদ্দিন সাবু, মোহাম্মদ জাহাঙ্গীর, আক্কাস হোসেন সবুজ, এমএ হান্নান কাজল, মুক্তিযোদ্ধা এম আবদুল লতিফ, অধ্যাপক আবদুল বারেক, তাজউদ্দিন তাজু ও মোহাম্মদ জয়নাল আবদীন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন