সিদ্ধিরগঞ্জে চাচিকে নিয়ে পালিয়েছে ভাতিজা। বৃহস্পতিবার বিকালে ভাতিজা মেহেদী হাছান বাবুলকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। ১৬ আগষ্ট রাতে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ চাচি শেখ সিমা বেগম (৩১) নিয়ে পালিয়ে যায় সে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই রাসেল আহামেদ জানান, এমরান শেখ ট্রাভেলস এজেন্সী ব্যবসার সুবাদে বিভিন্ন সময়ে বিদেশে যায়। এ সুযোগে চাচি শেখ সিমা বেগমের সঙ্গে ভাতিজা মেহেদী হাছান বাবুল পরকিয়ায় জড়িয়ে পড়ে। ১৬ আগষ্ট রাতে ১৭ ভরি স্বর্নালংকার, নগদ ৫০ হাজার টাকা ও একটি পাসপোর্টসহ শেখ সিমা বেগমকে নিয়ে মেহেদী হাছান বাবুল গাজীপুরে পালিয়ে যায়।
এরপর আজ বিকালে গাজীপুর থেকে মেহেদী হাছান বাবুল তার বাড়িতে আসলে তাকে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় চাচা এমরান শেখ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন