রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (২৩) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাজলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওয়ার্কশপ মালিক সুমন চন্দ্র কর্মকার জানান, কাজলা এলাকায় ব্রিজের পাশে তার একটি ওয়ার্কশপ আছে। সেখানে রাব্বি কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত যুবকের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৮ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন