ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শহীদ (২২) কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুরের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। শুক্রবার সকালে বালুর মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান।
তিনি বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস শহীদ ও তার সঙ্গী আলমগীর হোসেনকে (৩০) ধাক্কা দিয়ে চলে যায়। পথচারীরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু নামে ওই বাসের চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি আনিসুর রহমান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ