চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী ও কর্ণফুলী থানা এলাকায় পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার রাতে এ দুই থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- নুরুল আফসা রায়হান (২২), জাহানারা বেগম (৪০) ও সুমি বেগম (৩০)।
পাহাডতলী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, রাত সাড়ে ৮টার দিকে পাহাড়তলীর ঈদগাঁ এলাকার পাঁচতলা ভবনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়।
এদিকে, র্যাব-৭ এর পরিচালক চন্দন দেব নাথ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কর্ণফুলী থানার নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবা ও একটি অটোরিক্সাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/ ১৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন