এবারের এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া সাত খুনে নিহত নাসিক কাউন্সিলর নজরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম নাঈম পাইলট হতে চায়। সে এবারের এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
তারিকুল ইসলাম নাঈম রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এ গোল্ডেন জিপিএ-৫ লাভ করে। তার এই সফলতা এসেছে মা কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটির অনুপ্রেরণায়। নাঈম বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে ভবিষ্যতে বৈমানিক (পাইলট) হতে আগ্রহী। তবে তার আক্ষেপ, তার ভাল রেজাল্ট তার বাবা নজরুল ইসলামকে দেখাতে পারেননি। এর আগেই ঘাতকরা তার বাবার প্রাণ কেড়ে নিয়েছে।
প্রসঙ্গত ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
বিডি প্রতিদিন/ ১৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন