সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়স্থ খানকা মসজিদের অজুখানা দখল করে দোকান ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি শিব্বির আহামেদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার মসজিদের পাশে অজুখানা ভেঙ্গে দিয়েছে সিব্বির ও তার সহযোগীরা। ঐ স্থানে এখন দোকান তৈরি করে ভাড়া দিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার জুম্মার নামাজ পর্যন্ত অজু করতে এসে মুসল্লীদের নানা বিড়ম্বনায় পড়তে হয়। এ ঘটনায় মুসুল্লীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ শুক্রবার ঘটনাস্থলে গিয়ে অজুখানা থেকে দোকান সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে।
শিমরাইল মোড় খানকা মসজিদের খতিব মাওলানা ফেরদাউস রহমান জুম্মার নামাজের বয়ানে বলেন, আমার জানামতে কোন দলের প্রধানের অনুমতি নেই তার ছবি ব্যবহার করে, চাঁদাবাজি করার। এমনকি দলীয় প্রধানের ছবি ব্যবহার করে মসজিদ-মাদ্রাসার জমি দখল করার অনুমতি আছে বলেও আমার জানা নেই। ১ দিনের মধ্যে মসজিদের অজুখানা থেকে দোকান সরিয়ে নিতে আল্টিমেটাম দেন খতিবসহ মসজিদের মুসল্লিরা। মুসল্লিদের ক্ষোভের সময় খবর পেয়ে পুলিশ ঐ মসজিদের সামনে গিয়ে অজুখানা থেকে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফাত উল্লাহ জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অজুখানা থেকে দোকান সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ১৯ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন