আফসানা ফেরদৌস হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। শনিবার শাখা ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ দুপুর ১২টায় কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কবি নজরুল সরকারি কলেজের ছাত্র ইউনিয়নের সভাপতি দীপকশীল বলেন, দেশে চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের অংশ হচ্ছে আফসানা ফেরদৌস হত্যাকাণ্ড। প্রশাসন ও সরকার যদি তনু হত্যা, মিতু হত্যার রহস্যের জট খুলতো। তাদের হত্যাকারীদের বিচারের মুখোমুখি দাড় করাতে পারতো, তবে আজকে আফসানা ফেরদৌস হত্যার শিকার হত না। এ সময় তিনি আফসানা ফেরদৌস হত্যাকাণ্ডে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিনের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ সময় মানববন্ধনে কবি নজরুল সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়জুর মেহেদী, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের অর্থ সম্পাদক জয়বনিসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২০ আগস্ট, ২০১৬/ আফরোজ