ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চ থেকে নদীতে পড়ে হিরন সিকদার (২৮) নামের এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সঙ্গে থাকা তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১টার দিকে বরিশালের হিজলা উপজেলার কালিগঞ্জ মাঝেরচর এলাকায় এমভি পারাবত-১২ লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যান তিনি।
নিখোঁজ থাকা হিরন বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজার রোডের বাসিন্দা মাছ ব্যবসায়ী শাহ আলম সিকদারের ছেলে।
আটকরা হলেন বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সিরাজুল ইসলাম নয়ন (২৯), ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শেখ সুজন (২৯) ও ছাত্রলীগকর্মী রিয়াজুল ইসলাম (২৮)।
লঞ্চের সিসি টিভি ফুটেজ দেখে পারাবত-১২ লঞ্চের সুপারভাইজার মোখলেছুর রহমান জানান, বরিশালের উদ্দেশে ঢাকা থেকে লঞ্চের ২০৯ নম্বর কেবিনে ওঠেন হিরনসহ চারজন। যাত্রাপথের এক পর্যায়ে হিরনের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে নয়নের ভুল বোঝাবুঝি হয়। এসময় হিরনকে কিছু বোঝানোর চেষ্টা করে নয়ক। কিন্তু হিরনকে বোঝাতে না পেরে কেবিনে থাকা অপর দুই জনকে ডেকে আনেন নয়ন। এসময় তাদের দেখে হিরন দৌঁড়ে তিন তলায় উঠে বারান্দা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়েন।”
বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য নিখোঁজ হিরনের সাথে থাকা ৩ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।”
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৬/মাহবুব